পবিত্র রমজান মাস এবং দেশটির লকডাউন চলাকালীন সময়ে সকল গাড়ী চালক এবং যাত্রীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। একই সাথে যাত্রীরাও যানবাহন চলাচলের সময় খুব সর্তকতার সাথে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ।
নতুন নির্দেশনায় ড্রাইভার এবং রাস্তায় থাকা লোকজনের সুরক্ষা বিবেচনায় ইফতারের সময় ও লকডাউন শুরু হওয়ার আগ মূহুর্তে গাড়ি না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আরওপি’র তথ্য অনুসারে, রমজান মাসে ইফতারের সময় অনেক গাড়ি চালক ক্লান্ত হয়ে গাড়ি চালায়। ফলে রাস্তায় বিভিন্ন ধরণের দুর্ঘটনা ঘটে। তাই এই দুর্ঘটনা এড়াতে ইফতারের পূর্ব মুহূর্তে গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছে আরওপি।
এছাড়াও গাড়ি চালনোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, অনলাইন ব্রাউজ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এই ধরণের ভুল রাস্তায় যেকোনো মূহুর্তেই বিপদ ডেকে আনতে পারে। তাই চালক বা পথচারীকে রাস্তায় চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান জানিয়েছে আরওপি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post