গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ী ফিরেছেন। এতে কাপাসিয়া ও মনোহরদী দুটি উপজেলার হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় করেছেন।
বর ইমরান হোসেন (৩০), টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের প্রবাসী জামাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কনে (২৫), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের পিরপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় বর ইমরান হোসেনের পরিবারের সঙ্গে কথা বল জানা গেছে, নিজের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে করে বউ নিয়ে বাড়ীতে এসেছেন তিনি। বরযাত্রীরা জানায়, ইমরান হোসেন বিয়েটাকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ আনার পরিকল্পনা ছিল। গতকাল তিনটার দিকে হেলিকপ্টারে নিয়ে যায়। এসময় দুই উপজেলার হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়। বিয়ের অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিবাহ অনুষ্ঠান শেষে বিকেলে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে কাপাসিয়ার নিজের বাড়িতে আসেন।
মনোহরদী চালাকচর ইউনিয়নের পিরপুর গ্রামের কলা ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, গতকাল বিকাল ৪ টার দিকে হেলিকপ্টার এসে পিরপুর ঈদগাহ মাঠে নেমেছে। সাথে সাথে আশপাশের হাজার হাজার মানুষ ঈদগাহ মাঠ ভীড় করেছিলো। তিনি বলেন, প্রথমবার খুব কাছ থেকে হেলিকপ্টার দেখলাম। আমার গ্রামের মেয়ের হেলিকপ্টারে বিয়ে হইছে, আমাদের কাছে বিষয়টি খুব ভালো লেগেছে।
টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক রোকন বলেন, গতকাল হেলিকপ্টারে বিয়ে করে বউ বাড়ীতে আনতে ১ লাখ ১০ হাজার টাকা ভাড়া দিতে হইছে। তবে উৎসুক জনতার শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার এয়ার কর্তৃপক্ষকে আরো ১০ হাজার টাকা বেশি দিতে হইছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post