ভারতে চলছে এখন উৎসবের মৌসুম। সামনেই দীপাবলি; কিছুদিন আগে হয়ে গেল দুর্গাপূজা। দেশটিতে সোনার দাম সর্বকালীন রেকর্ড উচ্চতায় ওঠার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু উৎসবের এই ভরা মৌসুমেও ভারতে সোনা বিক্রিতে ভাটা দেখা যাচ্ছে।
জিএসটিসহ (পণ্য ও পরিষেবা কর) ভারতে ১০ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম এই প্রথম ৮০ হাজার রুপি ছাড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দীপাবলির আগেই জিএসটি ছাড়াই সোনার দাম ৮০ হাজার রুপি ছাড়িয়ে যাবে। জিএসটি ছাড়া সোনার দাম এখন ৭৭ হাজার ৮৫০ রুপি; ভারতের বাজারে এখন পর্যন্ত এটাই ২৪ ক্যারেট সোনার সর্বোচ্চ দাম। কর নিয়ে দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১৮৫ রুপি। ফলে হলমার্ক সোনার গয়নাও এই প্রথমবার ৭৪ হাজার রুপির মাইলফলক ছুঁয়েছে। কর যোগ করে দাম দাঁড়ায় ৭৬ হাজার ২২০ রুপি। দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাহিদায় টান পড়েছে। খবর ইকোনমিক টাইমসের
দীপাবলির মৌসুম ভারতের ব্যবসা-বাণিজ্যের জন্য সবচেয়ে পয়মন্ত। ভারতে সবচেয়ে বেশি কেনাবেচা হয় এই মৌসুমে। ভারতীয়রা এই সময় সোনা কেনা শুভ হিসেবে বিবেচনা করেন। তবে রেকর্ড দামের কারণে এই ভরা মৌসুমেও ভারতে সোনার চাহিদা নিম্নমুখী। দেশটির সোনা ব্যবসায়ীরা চলতি সপ্তাহে ছাড় দিতে বাধ্য হয়েছেন।
ভারতীয় ব্যবসায়ীরা অভ্যন্তরীণ আনুষ্ঠানিক দামের ওপর আউন্সপ্রতি ৮ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। এর মধ্যে ৬ শতাংশ আমদানি ও ৩ শতাংশ বিক্রয় শুল্ক অন্তর্ভুক্ত।
দাম নিয়ে হতাশ অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডমেস্টিক কাউন্সিলের পরিচালক সমর দে। ইকোনমিক টাইমসকে তিনি বলেন, দাম কমার লক্ষণ নেই। তবে বিষয়টি মানুষের গা-সহা হয়ে গেছে বলে উৎসবের বাজারে কিছুটা বেচাকেনা হচ্ছে। তাঁর দাবি, সোনার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক ক্রেতা। তাই যাঁদের না কিনে উপায় নেই, তাঁরা বেশি দামেও সোনা কিনছেন।
সোনার দাম শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই বাড়ছে। সোনার দাম বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধের কথা বলছেন বিশ্লেষকেরা। যত দিন না ভোট শেষ হচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতির বাঁক বদল হচ্ছে, তত দিন সোনার দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে। এ পরিস্থিতিতে মানুষ সাধারণ নিরাপদ বিনিয়োগ মাধ্যম খোঁজেন। সে জন্য বিশ্ববাজারে দামের এই বাড়বাড়ন্ত।
বিশ্ববাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। গত শুক্রবার ইতিহাসে এই প্রথম প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরেক দফা বেড়েছে। তার জেরে সোনার দাম আরেক দফা বেড়েছে।
এদিকে বাংলাদেশের বাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। এটিই দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post