সীমিত সময়ের নিষেধাজ্ঞার পর অবশেষে সকল ক্যাটাগরির ভিসার লোকদের ওমান প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। শুক্রবার (১৬-এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমান সিভিল এভিয়েশন অথোরিটি। তবে উক্ত ভিসা ৫ এপ্রিলের পূর্বে ইস্যুকৃত হতে হবে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৫ এপ্রিল পর্যন্ত ইস্যুকৃত শ্রম ভিসা, ট্যুরিজম ভিসা, বিজনেস ভিসা ও ফ্যামিলি ভিসা সহ সকল ক্যাটাগরির ভিসাধারী প্রবাসী নাগরিকরা ওমান প্রবেশের অনুমতি পাবেন।
উল্লেখ্য: করোনার নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৫ ফেব্রুয়ারি ১০ টি দেশের নাগরিকদের ওমান প্রবেশে বিশেধাজ্ঞা আরোপ করে। যারমধ্যে রয়েছে লেবানন, সুদান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, সিয়েরা লিওন এবং ইথিওপিয়া।
একইসাথে কেউ যদি ওমান প্রবেশের ১৪ দিনের মধ্যে উল্লেখিত ১০ টি দেশের কোনো একটি দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে তিনিও ওমান প্রবেশের অনুমতি পাবেননা। তবে এই নিষেধাজ্ঞা থেকে কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং ওমানি নাগরিকদের পাশাপাশি এই জাতীয় ব্যক্তির পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post