ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান হিসেবে খালেদ মেশালের নাম শোনা যাচ্ছে। যদিও ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হামাস। তবে একাধিক সংবাদমাধ্যম খালেদের নাম প্রকাশিত হয়েছে।
লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, হামাসের নতুন প্রধান হচ্ছেন খালেদ মেশাল। ইতোমধ্যে তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। খালেদ এখন ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন।
শুক্রবার (১৮ অক্টোবর) ইসরায়েল জানিয়েছে, তাদের অভিযানে নিহত হয়েছেন হামাসের এই শীর্ষ নেতা। হামাস প্রধান হওয়ার আগে থেকেই ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজছিল ইসরায়েল। তিনি গোষ্ঠীটির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন।
সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, ৭ অক্টোবরের হামলার ‘মাস্টারমাইন্ড’ তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post