দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) থেকে এসব সংক্রান্ত তিনটি আলাদা সার্কুলার জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে স্থানীয় এয়ারলাইন্স বিদেশ থেকে যেসব উড়োজাহাজ আনে তার ভাড়া বা লিজ বাবদ অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এতদিন এসব অর্থ পাঠাতে অনুমতি লাগত।
এয়ারলাইন্সসহ তথ্য প্রযুক্তি (আইটি) খাতের প্রতিষ্ঠানগুলোর জন্যও বিদেশে অর্থ পাঠানোর ব্যবস্থা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবা, আইটি অবকাঠামো এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশনের বিভিন্ন ব্যয় ব্যাংকের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশে পাঠাতে পারবে। পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানের আয়োজনকারীর মাধ্যমে সফটওয়্যার রক্ষণাবেক্ষণসহ এসব সেবা গ্রহণ বাবদ অর্থ বিদেশে প্রেরণযোগ্য হবে।
এছাড়া বিদেশে চাকরি বা অভিবাসনের উদ্দেশ্যে যাওয়া অর্থাৎ প্রবাসীদের বিদেশে ব্যাংক হিসাব খোলা এবং ওই হিসাবে প্রয়োজনীয় অর্থ জমা রাখার সাধারণ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে বিদেশি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বিদেশে ব্যাংক হিসাবে জমা করা যাবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।
এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post