ওমানে আজ থেকে ফের শুরু হচ্ছে রাত্রিকালীন লকডাউন। পুরো রমজান মাস জুড়ে রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, নাগরিক ও সকল ধরণের যানবাহন চলাচলে নিষিদ্ধ ঘোষণা করছে দেশটির সুপ্রিম কমিটি।
করোনা মহামারি প্রতিরোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশটির সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে মসজিদ, তাঁবু বা জনসমাগম জায়গায় ইফতার- সেহেরি করা, সকল ধরণের সামাজিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ৭ ঘন্টার কারফিউ চলাকালীন সময়ে সকল প্রকার প্রতিষ্টান বন্ধ, বাহিরে চলাফেরা ও গাড়ি নিয়ে যাথায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তবে নিষেধাজ্ঞার বাহিরে থাকবে ৩-টনের ট্রাক, ফার্মেসি, স্বাস্থ্য ও গণমাধ্যম কর্মীরা। এ ছাড়াও তেল, জরুরী পানি ও বিদ্যু সেবা, কারখানা ও স্টোরের মধ্যে লোডিং ও আনলোড কার্যক্রম, বর্জ্য নিঃসরণের ট্যাংকার এবং ফিলিং স্টেশনের কর্মচারীরা। এছাড়াও কৃষিকাজ, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদিত কর্মকান্ড নিষেধাজ্ঞার বাহিরে থাকবে। সেইসাথে ফ্লাইটের যাত্রীরাও এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।
সুপ্রিম কমিটির সদস্য তথ্যমন্ত্রী ডাঃ আবদুল্লাহ নাসের আল হাররাসী গণমাধ্যমকে জানিয়েছেন, “রমজান মাসে সুপ্রিম কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তা যে কোনও মুহূর্তে পরিবর্তন হতে পারে। বিশেষকরে মহামারী পরিস্থিতির উপর নির্ভর করেই সিদ্ধান্তগুলি শিথিল করা বা আরো কঠোর করা হতে পরে। অতএব পরিস্থিতি স্বাভাবিক করতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post