মহামারি করোনাকালে দ্বিতীয় বছরের প্রথম রোজা পালন করেছেন ওমান প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁগুলোতে বসে খাওয়া নিষিদ্ধ থাকায় নিজ নিজ বাসায় ইফতার করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সেইসাথে পূর্বের মতো মসজিদে বসে একসাথে ইফতার করার ও অনুমতি নেই এবছর।
গত বছরের ন্যায় এবছরও তারাবী ও ইফতার নিজ ঘরেই করতে বলেছে ওমান সুপ্রিম কমিটি। দেশটিতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। এমতাবস্থায় করোনা যেন সব আনন্দ কেড়ে নিয়েছে প্রবাসীদের।
সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ একদিন আগে রোজা শুরু করলেও ওমান আজ থেকে রোজা শুরু করেছে। বাংলাদেশ এবং ওমান এ বছরও একসাথে রোজা শুরু হয়েছে। ইফতার কেনার জন্য পূর্বের বছরের মতো এ বছর ওমানের হোটেল গুলোতে তেমন ভিড় লক্ষ করা যায়নি। প্রবাসীরা এবার নিজেদের ঘরেই ইফতারের আয়োজন করেছেন। করোনা পরিস্থিতি ও কঠোর বিধি-নিষেধের কারণে দ্বিতীয়বারের মতো মসজিদে তারাবির নামাজ বন্ধ থাকায় বাসায় নামাজ আদায় করে পবিত্র মাহে রমজান শুরু করেন প্রবাসীরা।
মহামারি করোনার কারণে রমজান পালন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই প্রবাসীদের মাঝে। গতবছরের মতো এবছরও মসজিদে তারাবির নামাজ পড়ার আক্ষেপ রয়েছে প্রবাসীদের মনে। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের চিত্র ওমানের মতোই। কাতারে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রোজার প্রথম দিনে ইফতার কিনার জন্য রেস্তোরাঁগুলোতে প্রবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
কাতারে প্রথম রমজানেও করোনা পরিস্থিতি একেবারে নাজুক অবস্থা ছিল। কম জনসংখ্যার দেশটিতে এ দিন ৯৮১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি নতুন করে মারা গেছেন অন্তত ৫ জন। এজন্য দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post