কুয়েতি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও মিশরসহ বিভিন্ন দেশের প্রবাসীদের বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দিচ্ছে কুয়েত। দেশটিতে মিশরেফ ছাড়াও বিভিন্ন অঞ্চলে একাধিক টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে। করোনাভাইরাসের নতুন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৭ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা কারফিউ প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত করা হয়েছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা চলবে। টিকাদান কার্যক্রমের পাশাপাশি দেশটিতে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমও জোর গতিতে চলছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রমও চলছে।
স্থানীয় ও প্রবাসীদের টিকার আওতায় আনতে স্থানীয় ক্লিনিকগুলোতেও টিকাদানের প্রস্তুতি নিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সবমিলিয়ে এ পর্যন্ত কুয়েতে প্রায় পাঁচ লাখ মানুষ করোনা টিকা নিয়েছেন। দেশি ও প্রবাসীরাসহ প্রায় ১২ লাখ মানুষ অনলাইনে টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ২০২০ সালের ডিসেম্বরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ, স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ প্রথম টিকা নেন। এর মধ্য দিয়েই টিকাদান কর্মসূচি শুরু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post