বাঙালি ও বাংলাদেশের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। বুধবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এ শুভেচ্ছা জানানো হয়েছে।
টুইটে দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের যেসব মানুষ বৈশাখ, নবরাত্রি, সংক্রান্ত বা এ সপ্তাহে অন্য নতুন বছর উদযাপন করবেন, তাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন দম্পতি। এদিন বাঙালি, কম্বোডিয়ান, লাও, বার্মিজ, নেপালি, সিংহলিজ, তামিল, থাই এবং ভিসু জনগোষ্ঠীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
এদিকে বিশ্বের সব মুসলিমকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে এক টুইট বার্তায় ট্রুডো জানান, এই রমজানে কোভিড-১৯ মানুষের একত্রিত হওয়ার ক্ষেত্রে বড় বাধা হলেও রমজানের উৎসবের অনুভূতি মুসলমানদের মনকে দমাতে পারবে না।
সবার শান্তি ও সুখসমৃদ্ধি কামনা করে কানাডার প্রধানমন্ত্রী টুইটে বলেন, প্রত্যেকে ঘরে বসে ও অনলাইনে এই ইবাদত পালন করবে। আমি জানি এটা কঠিন। কিন্তু এই মহামারিতে আমাদের একে অপরের থেকে দূরে থাকতে হবে। জাস্টিন ট্রুডো ভিডিও বার্তায় শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং ‘রমজান মুবারক’ বলে শেষ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post