ওমানের মাস্কাটে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্যসেবা অধিদফতর। ১৪ ই এপ্রিল থেকে প্রদেশটির আমরাত, মাস্কাট, মাতরাহ, সিব এবং বৌশার এলাকায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হবে। যারা প্রথম ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের দ্রুত দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে মাস্কাটের স্বাস্থ্যসেবা অধিদপ্তর।
এদিকে ওমানে করোনা ভ্যাকসিন ক্রয়ের জন্য ১ মিলিয়ন ওমানি রিয়াল দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংক মাস্কাট। দেশটির স্বাস্থ্য-মন্ত্রণালয়কে এই অর্থ প্রদান করেছে মাস্কাট ব্যাংক। মন্ত্রণালয়কে আরও বেশি ভ্যাকসিন ক্রয়ের জন্য এই সহায়তা প্রদান করেছে ব্যাংক। ব্যাংকের কমিউনিটি সার্ভিস এবং সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ খালিদ বিন মুস্তাহাইল আল মাশানী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post