আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা বেশ কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রধান বিচারপতির দপ্তর থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে আইনজীবীদের একাধিক সূত্র জানিয়েছে, ছুটিতে পাঠানোর সম্ভাব্য ১২ বিচারপতির মধ্যে ৪ জন বিচারপতি আজ সকালে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন।
এদিকে, আওয়ামী লীগের দুর্নীতিবাজ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারও শিক্ষার্থী। দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন। তাদের স্লোগান, অবস্থান কর্মসূচিতে উত্তাল পুরো হাইকোর্ট এলাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে হাইকোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছায়।
এসময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই,’ ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে দালালি না রাজপথ রাজপথ রাজপথ দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা ,আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post