ওমানে কোনো গাড়িতে উচ্চ সাউন্ডে রেডিও, গান অথবা অন্য যেকোনো কিছু বাজানো দেশটির ট্র্যাফিক আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩-এপ্রিল) ওমানের পাবলিক প্রসিকিউশন থেকে এই তথ্য জানানো হয়েছে। অর্থাৎ এখন থেকে ওমানে কোনো ব্যক্তিগত গাড়ি হউক অথবা পাবলিক পরিবহন হউক, কোনো গাড়িতে-ই উচ্চ সাউন্ডে কোনো কিছু বাজানো যাবেনা।
আর যদি কেউ এই আইন অমান্য করেন, তাহলে দেশটির ট্র্যাফিক আইনের ৯ নং ধারা লঙ্ঘনের শাস্তির মুখোমুখি হতে হবে। এ ব্যাপারে মাস্কাট থেকে এক ট্র্যাফিক কর্মকর্তা মুঠোফোনে প্রবাস টাইমকে বলেন, “অনেকেই রাস্তায় গাড়ি বের করে উচ্চ আওয়াজে মিউজিক বাঁজায়। এতে যেমনি পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি অনেক সময় দুর্ঘটনা ও ঘটছে।”
গাড়িতে কোনো ধরনের মিউজিক বাজানো যাবে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, “গাড়িতে অবশ্যই কুরআন তেলাওয়াত, মিউজিক অথবা রেডিও বাঁজাতে পারবে, তবে তা যেন অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়।” কম ভলিউমে যেকোনো মিউজিক গাড়িতে বাজানোর অনুমতি রয়েছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post