পিরোজপুরের মঠবাড়িয়ার সৌদি প্রবাসীর স্ত্রী হনুফা বেগম হত্যার ঘটনার আসামি মো. মুসা হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১ টায় জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা মুসা হাওলাদার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে।
পুলিশ সুপার জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামের সৌদি প্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী হনুফা বেগম (৩৬) এর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় মুসার। ১ সেপ্টেম্বর মুসা ঢাকা থেকে মঠবাড়িয়ায় হনুফার বাসায় আসে। ওই রাতে তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে ঝগড়া বাঁধে। পরে মুসা উত্তেজিত হয়ে হনুফার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। পরের দিন নিহতের বাবা মো. জলিল ঘরামী ওই বাড়িতে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৩ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকাধীন আকমল আলী রোড থেকে মুসাকে গ্রেফতার করা হয় বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post