যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিক্রয় চুক্তির অংশ হিসেবে ভারত ৩১ টি এমকিউ – ৯বি প্রিডেটর ড্রোন পেতে যাচ্ছে। একে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। খবর এনডিটিভির।
৩১ টি ড্রোনের মধ্যে ভারতীয় নৌসেনারা পাবেন ১৫টি ড্রোন। অন্যদিকে সেনাবাহিনী পাবে ৮টি ড্রোন এবং বিমান বাহিনীকে দেয়া হবে ৮টি। কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, চুক্তির মোট ব্যয় ৩.৫ বিলিয়ন ডলারের কম হবে।
দুই সরকারের মধ্যে একটি বিদেশী সামরিক বিক্রয় চুক্তির অধীনে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস ( জিএ-এএস) থেকে প্রস্তুত করা ড্রোনগুলোর বিক্রয় সংক্রান্ত চুক্তিটি এই মাসের শুরুর দিকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।
এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন হলো এমকিউ-৯ ‘রিপার’-এর একটি রূপ যা জিএ-এএসআই দিয়ে বানানো হয়েছে এবং এটি একটি অতি-উচ্চতা, দীর্ঘ-সহনশীল মানবহীন বায়বীয় যান ( ইউএভি)। এই ধরনের ড্রোনগুলো ৪০ হাজার ফুটের বেশি উচ্চতায় একবারে ৪০ ঘন্টা উড়তে পারে। এটির বাহ্যিক পেলোড ক্ষমতা ২,১৫৫ কেজি।
নজরদারি ক্ষমতা ছাড়াও, এমকিউ-৯বি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেও সক্ষম। এতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, এমন প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এছাড়া এটি স্বয়ংক্রিয়ভাবে টেক-অফ এবং অবতরণ করতে সক্ষম।
এই সক্ষমতার কারণে ড্রোনগুলো স্থল ও সামুদ্রিক নজরদারি, সাবমেরিনবিরোধী এবং স্থলবিরোধী যুদ্ধে ব্যবহারের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ এবং আভিযাত্রিক মিশনগুলোর জন্য আদর্শ। কোন সংকটময় মুহূর্তে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়া এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য সম্পাদন করতেও পারে এই ড্রোনগুলো।
ফেব্রুয়ারিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার ভারতের সঙ্গে কৌশলগত প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই চুক্তির গুরুত্ব তুলে ধরেছিলেন।
মিলার বলেন, মার্কিন-ভারত প্রতিরক্ষা অংশীদারিত্ব এক দশকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এটি একটি প্রস্তাবিত বিক্রয় চুক্তি যা গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ঘোষণা করা হয়েছিল। আমরা বিশ্বাস করি, এটি ভারতের সাথে কৌশলগত প্রযুক্তি সহযোগিতা এবং সামরিক সহযোগিতাকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে কাজ করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post