একটি তিন দিনের ম্যাচ এবং চারটি একদিনের ম্যাচ খেলতে আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দল। ঢাকায় পৌঁছানোর পর সেদিনই রাজশাহীতে চলে যাওয়ার কথা রয়েছে সফরকারীদের।
রাজশাহীতে আগামী ২০ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবং আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের একমাত্র তিন দিনের ম্যাচ।
পরে ২৫ এবং ২৭ অক্টোবর একই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর ৩০ অক্টোবর মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। সবশেষ ১ নভেম্বর চতুর্থ ওয়ানডে দিয়ে শেষ হবে সিরিজ। আর সেই সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
তিন দিনের ম্যাচ সকাল সাড়ে ৯টায় এবং ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে সকাল ৯টায়।
একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (শেষ দুই ম্যাচের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী অ্যালেন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ রিজান হোসেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post