আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ওমানের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশটির আল শারকিয়াহ, আল উস্তা এবং ধোফারে ইতোমধ্যে ইমার্জেন্সি সেন্টার সক্রিয় করেছে জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিটি।
এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্যান্য প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটির বর্তমান অবস্থান ওমানের উপকূল থেকে ৮০০ কিলোমিটার গভীরে এবং ধীরে ধীরে এটি ধোফার ও আল উস্তার অভিমুখে অগ্রসর হচ্ছে। ফলশ্রুতিতে মাস্কাট, উত্তর আল শারকিয়াহ, আল দাখিলিয়া, দক্ষিণ ও উত্তর আল বাতিনাহ, ধাহিরাহ এবং বুরাইমিতে ৩০ থেকে ৮০ মিলিমিটারের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আকস্মিক বন্যা এবং ওয়াদিতে তীব্র পানির চাপ সৃষ্টি করতে পারে।
এই পরিস্থিতিতে ওমানের বাসিন্দাদের জীবন ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post