শাকিল হোসেন (২৩) নামে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুরের রায়পুরের এক যুবক নিহত হয়েছেন। সৌদি আরব সময় রবিবার সকালে সেদেশের আভা খামিজ মোসাইদ শহরে এই দুর্ঘটনা ঘটেছে।
আর্থিক সংকটে নিহত শাকিলের লাশ বাংলাদেশে গ্রামের বাড়িতে আনতে পারছেন না বলে তার বড় ভাই মনির হোসেন জানিয়েছেন।
শাকিল হোসেন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির ১নং ওয়ার্ডের হাওলাদার স্টেশান এলাকার মাজি বাড়ির কৃষক আলীম উদ্দিন মাঝির ছেলে। শাকিল আট ভাইবোনের মধ্য সবার ছোট ও অবিবাহিত।
নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় সাত লাখ টাকা ঋণ করে ছয় মাস আগে একই এলাকার স্বজন আইয়ুব আলী গাজীর মাধ্যমে সৌদি আরব যান শাকিল। সেখানে তিনি পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে তার লাশ সৌদি আরবের আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে।
দক্ষিণ চরবংশী ইউপি সদস্য ও সমাজসেবক বশির হাওলাদার বলেন, ‘শাকিলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। তার লাশ দেশে আনতে সব সহযোগিতার জন্য বাংলাদেশ এবং সৌদি সরকারের প্রতি আহ্বান জানাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post