সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের সোনার মুকুট চুরির ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ অক্টোবর) বিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত ছিদাম সরদারের স্ত্রী রেখা সরকার (৪৫), একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), মৃত গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৩৭) এবং শ্রীফলকাটি ক্লিনিক মোড় এলাকার হরেন বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস(৪৪)।
সাতক্ষীরা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সেকেন্ড অফিসার উপণ্ডরিদর্শক আনিসুর রহমান জানান, শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরের প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা ডিবি কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সকাল দশটার দিকে স্বর্ণের উপর চুরির ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। যার নং ১২। মামলায় অজ্ঞাত নামীয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলা দায়ের করার পরপরই মামলার তদন্তভার সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপর ন্যাস্ত করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কবির আহমেদ মামলাটি তদন্ত করছেন।
উল্লেখ্য, যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মেও ৫২ পিঠের এক পিঠ। ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে নিজ হাতে কালীপ্রতিমার মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭মিনিট থেকে ২টা ৫০মিনিটের মধ্যে কালী প্রতিমার মাথা থেকে মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে স্বর্ণের মুকুটটি খুলে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post