প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এমন নয়, তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে পরিশ্রম করে যান। এ ছাড়াও দূর প্রবাসে মাতৃভাষার উপর বিভিন্ন সাহিত্য রচনা করেন এই প্রবাসীরা। এবারের একুশে বই মেলায় বাদ যায়নি প্রবাসীদের লেখা বই।
প্রবাসী সাংবাদিক, লেখক ও আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক নাসরিন আক্তার মৌসুমী সম্পাদিত কাব্যগ্রন্থ ‘বায়ান্ন থেকে একাত্তর’ এবারের বই মেলায় বেশ সাড়া ফেলেছে। এই গ্রন্থে সংকলিত হয়েছে দেশে ও প্রবাসে থাকা একশ জন কবির একশটি কবিতা নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদের সমন্বয়ে আপ্রকপ প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়েছে।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৩৩২/৩৩৩ নম্বর চৈতন্য স্টলে “বায়ান্ন থেকে একাত্তর” কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। কাব্যগ্রন্থটি সম্পর্কে নাসরিন আক্তার মৌসুমী বলেন, শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসে বসে বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আর এই কঠোর পরিশ্রমের ফসলই হলো “বায়ান্ন থেকে একাত্তর”। আশা করছি কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রেমী মানুষের মনের খোরাক জোগাবে এবং পাঠকের অন্তরে স্থান করে নেবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post