ওমানের করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্বের বিভিন্ন ভ্যাকসিন নির্মাতাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মহাপরিচালকের বরাত দিয়ে ওমান অবজারভার এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ৬০ শতাংশ নাগরিকদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার জন্য নতুন করে ৫ লাখ ২০ হাজার ২৩০ ডোজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে ওমান।
গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্সের সাথে চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই দুই লাখ ৫৪ হাজার ৭৪০ ডোজ ভ্যাকসিন পেয়েছে ওমান। যার মধ্যে ফাইজারের তৈরি ভ্যাকসিন এক লাখ ১১ হাজার ৫৪০ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন এক লাখ ৪৩ হাজার ২০০ ডোজ। এরমধ্যে গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা থেকে ৪৩ হাজার ২০০ ডোজের প্রথম একটি চালান ওমানে এসেছে। বাকি আরো ১ লাখ ২৯ হাজার ৬০০ ডোজ চলতি মাসে আসার কথা রয়েছে।
এ ছাড়াও আগামী মাসে আসবে আরো এক লাখ ৭৫ হাজার এবং জুনে আসবে এক লাখ ৯ হাজার ৯৮০ ডোজ। এদিকে, ফাইজার কোম্পানির ভ্যাকসিন এপ্রিল মাস নাগাদ এসেছে দুই লাখ ২২ হাজার ডোজ, মে মাসে আসার কথা রয়েছে ৫ লাখ ৫০ হাজার ডোজ এবং জুনে ১.৭ মিলিয়ন ডোজ। এছাড়াও জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ফাইজারের আরও ১ মিলিয়ন ডোজ পৌঁছানোর কথা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post