উত্তাল সাগর। আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। এমনই এক উত্তাল সাগরে একটি কুলারের ওপর ভেসেছিলেন এক ব্যক্তি।
সাগর পাড় থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অসহায়ভাবে ভেসে থাকা ওই ব্যক্তিকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তাকে বাঁচাতে পাঠানো হয় মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারে উদ্ধার কারী দল।
ভিডিও ফুটেজে দেখা যায়, কোস্টগার্ডের ডুবুরিরা তাকে উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন। হারিকেন মিল্টনের আঘাতে মাছ ধরা নৌকার ওই জেলের এমন করুণ অবস্থা হয়েছিল। তবে কোস্টগার্ডের সদস্যদের দক্ষতায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভয়াবহ হারিকেন মিল্টন। ঘণ্টায় প্রায় ৭৫-৯০ মাইল বাতাসের গতিবেগ ছিল ঘূর্ণিঝড়টির। সাগরেও আছড়ে পড়ে ২০-২৫ ফুট উঁচু ঢেউ। এমন পরিস্থিতিতে মাছধরা একটি জলযানের নাবিক ছিলেন ওই ব্যক্তি। সোমবার ওই নৌকা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
হারিকেন মিল্টনে প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। মার্কিন গণমাধ্যম বলছে, মিল্টনের কারণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আর বিদ্যুৎহীন হয়েছে কয়েক লাখ মানুষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post