ইসরাইলি অর্থমন্ত্রী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইহুদি রাষ্ট্রের ইসরাইলি সীমান্ত বৃদ্ধির একটি পরিকল্পনার রূপরেখা দিয়েছেন যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাম্প্রতিক একটি ডকুমেন্টারিতে তিনি ইসরাইলি সীমান্ত ভবিষ্যতে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত হবে বলে হুমকি দিয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
স্মোট্রিচের মতে, ফিলিস্তিনি ভূখণ্ডকে ঘিরে রেখেছে, সেইসাথে মিশর এবং সিরিয়ার রাজধানী দামেস্কের অঞ্চল এবং সেইসাথে ইরাকে পৌঁছানো অঞ্চলগুলি পর্যন্ত বিস্তৃত করার উচ্চাকাঙ্ক্ষা। এবং সৌদি আরব।
ফ্রান্স-জার্মান ভিত্তিক নিউজ ম্যাগাজিন আর্টে রিপোর্টেজ থেকে নির্মিত ‘ইন ইসরাইল: মিনিস্টারস অব কেয়াস’ নামের ডকুমেন্টারিতে এই মাসে মুক্তি পেয়েছে। সেখানে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এখানে ইহুদি রাষ্ট্রের বিস্তৃতি নিয়ে কথা বলেন।
ডকুমেন্টারিতে স্মোট্রিচ একটি ‘ইহুদি রাষ্ট্র’ প্রতিষ্ঠার জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এই বলে, ‘এটি লেখা আছে যে জেরুজালেমের ভবিষ্যত দামেস্কে প্রসারিত হবে’। ‘বৃহত্তর ইসরাইল’ মতবাদ নিয়ে ধর্মীয় ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন চরম ডানপন্থি এই মন্ত্রী।
তিনি আরও দাবি করেন, এই দৃষ্টিভঙ্গিতে জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, মিশর এবং এমনকি সৌদি আরবের অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।
অনেকের কাছে, এই দৃষ্টিভঙ্গি চরমপন্থি বলে মনে হতে পারে। তবে এটি ইতোমধ্যেই ইসরাইলের জনসাধারণের বক্তৃতার অংশ হিসাবে গৃহীত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post