রক্ষক যখন ভক্ষক- কথাটি হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের বেলায় অনেকাংশে সত্য। সুন্দর ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যাদের দায়িত্ব তারাই যাত্রী হয়রানির নায়কের ভূমিকা পালন করছেন। অসংখ্য অভিযোগ, মন্ত্রীপর্যায়ে সিদ্ধান্তগ্রহণ, সিভিল এভিয়েশনের কড়া তদারকি, প্রশাসনিক নজরদারিসহ গোয়েন্দা বিভাগগুলোর নানামুখী তৎপরতার পরও বন্ধ হচ্ছে না হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি। বিমানবন্দরে প্রবেশপথের মোড় থেকেই শুরু হয় হয়রানি। এরপর কনকর্স হল, মূল ভবন, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস পোস্টসহ ঘাটে ঘাটে চলে হয়রানির মহোৎসব।
তবে এবার বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। রবিবার (১১-এপ্রিল) এয়ারপোর্ট কন্ট্রাক্ট / ইমিগ্রেশন কন্ট্রাক্ট / এয়ারপোর্ট সাপোর্ট এর নামে অতিরিক্ত অর্থ দাবী সংক্রান্তে সতর্কতা জারি করে এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ পুলিশ।
ভিজিট / ট্যুরিস্ট ভিসায় দুবাইগামী যাত্রীদের এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানী অথবা প্রতারণার শিকার হলে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট (০১৩০৪০৫০৬০৩) এই নাম্বারে অভিযোগ দিতে বলা হয়েছে। এ ছাড়াও এয়ারপোর্ট কন্ট্রাক্ট / ইমিগ্রেশন কন্ট্রাক্ট অথবা এয়ারপোর্ট সাপোর্ট এর নামে অতিরিক্ত অর্থ দাবী করলে টিকেট বিক্রেতার নাম-পরিচয় ও প্রয়োজনীয় তথ্য নিন্মলিখিত মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
১। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।
সহকারী পুলিশ সুপার, ইমিগ্রেশন (ওসি ইমিগ্রেশন) (০১৩২০০০৫৯০২)
অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৩৭৬)
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১১১)
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (প্রশাসন) (০১৩২০০০৫১০২)
এডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০৩৫)
ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০০৬)
২। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।
অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৯১১৭৩৩০৫৫)
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১০৮)
৩। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।
অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৪০৭)
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১০৭)
এদিকে পুলিশের এমন উদ্যোগে বিদেশগামী যাত্রী এবং দেশে আসা প্রবাসীরা অযাচিত হয়রানির হাত থেকে রেহাই পাবেন বলে মনে করছেন প্রবাসীরা। বিমনাবন্দরের শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক প্রবাসী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post