অক্টোবরের প্রথম সাত দিনে সাত হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে আওয়ামী লীগ বলছে, থানায় থানায় গ্রেপ্তারের কোটা বেঁধে দিয়েছে সরকার।
বুধবার (৯ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন অভিযোগ জানানো হয়।
পোস্টে বলা হয়, থানায় থানায় গ্রেপ্তারের কোটা বেঁধে দিয়েছে সরকার। ১-৭ অক্টোবরের মধ্যে ৭০০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার।
আরো বলা হয়, মিথ্যা মামলায় ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। অথচ বেশিরভাগই নিরপরাধ। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ৭ দিনে ৭০০০-এর বেশি আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে বার্তা যাওয়ার পর জেলা পুলিশ সুপার থানাগুলোকে ‘গ্রেপ্তার কোটা’ বেঁধে দিয়েছে।
এদিকে, দলটির এমন পোস্ট দেওয়ার পর লোকজন বিভিন্ন মন্তব্য করছেন। পোস্টে রিয়াদ নামে একজন কমেন্টে লিখেছেন, ‘তারা ত থানায় থানায় গ্রেফতার চালাচ্ছে। আপনেরা ত ওয়ার্ডে ওয়ার্ডে গেরিলা বাহিনী গঠন করে বিরোধী মত দমন করেছিলেন সেটাও আমরা ভুলি নাই?
মো. লিটন ব্যাপারী লিখেছেন, ‘যতো মামলা দেওয়া হউক হামলা করা হউক, আমরা জয় বাংলার লোক, শেখ হাসিনার শেখ মুজিবুর এর সৈনিক, কেউ মনোবল হারাবেন না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post