এই করোনা মহামারির সময়ে দেশে বিদেশে অনেক অভিনেতা অভিনেত্রী মিডিয়ার রঙ্গিন জগতকে বিদায় জানিয়ে ইসলামের পথে ফিরে এসেছেন। ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। নিজের ১৫ বছরের ক্যারিয়ার ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার একই পথে হাঁটলেন ভারতীয় টিভি তারকা সাকিব খান। অভিনয় ছেড়ে ইসলাম ধর্মে মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন’র প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে ঘোষণা দিয়ে অভিনয় ছেড়ে ইসলাম ধর্মে মনোযোগী হওয়ার কথা বলেছেন সাকিব খান। মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়ে সাকিব লিখেছেন, তিনি আর কখনো মডেলিং ও অভিনয় করবেন না। তিনি আরও লেখেন, ‘এমন নয় যে আমার হাতে কাজ নেই বলে অভিনয় ছাড়ছি। আমার হাতে ভালো ভালো প্রজেক্ট রয়েছে। কিন্তু এতে আল্লাহর সায় নেই… তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে।’ সাকিব বলেন, ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে তিনি দ্বীনের পথে গ্রহণ করবেন।’ ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টে সাকিব খান যে বক্তব্য দিয়েছেন, সেখানে টুপি পরে পবিত্র কোরআন শরিফ হাতে নিজের একটি স্থিরচিত্র যুক্ত করেছেন। লম্বা স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমি পরিশ্রম করেছি, অতি অল্প সময়ে আমি নাম করেছি এবং ফ্যান-ফলোয়ার পেয়েছি। কিন্তু এ তো শুধু দুনিয়ার জন্য, আখেরাতের জন্য তো কিছুই করিনি।’
স্ট্যাটাসের শেষে তিনি ক্ষমা চেয়ে লিখেছেন, ‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিলে আমাকে ক্ষমা প্রার্থনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের ওপর আর্শীবাদ করুন। আমিন।’
উল্লেখ্যঃ সাকিব খানের আগে অভিনয় ছেড়ে ধর্মের পথে ফিরেছেন বলিউড অভিনেত্রী সানা খান। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানেন তিনি। গত ২০ নভেম্বর ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন সানা খান। সেসময় সানা খান জানিয়েছিলেন, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post