ওমানি নাগরিকদের পর এবার প্রবাসীদের ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে শিথিলতা আরোপ করেছে ওমান। এখন থেকে দেশটিতে আগত প্রবাসী পরিবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরিবর্তে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন করতে পারবেন। তবে এটি শুধুমাত্র ফ্যামিলি ভিসার যাত্রীদের ক্ষেত্রে শিথিলতা আরোপ করা হয়েছে। অর্থাৎ ফ্যামিলি ভিসায় একসাথে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ওমান গমন করলে তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য হবে বলে জানাগেছে। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে টাইমস অব ওমান।
সংবাদে উল্লেখ করা হয়, এখন থেকে ১৮ বছর বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরিবর্তে হোম কোয়ারেন্টাইনের সুযোগ পাবে। ইতিমধ্যেই এ বিষয়ে একটি পরিপত্র ওমান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য: ইতিপূর্বে ওমান সুপ্রিম কমিটির আইন অনুযায়ী দেশটিতে আগত সবাইকে বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হতো। তবে সম্প্রতি এই আইন থেকে অব্যাহতি দেওয়া হয় ওমানি নাগরিকদের। সর্বশেষ আজথেকে ওমান আগত ফ্যামিলি ভিসার লোকদের ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সাধারণ প্রবাসীদের ক্ষেত্রে পূর্বের ন্যায় ওমান গমনের পর বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে এবং ওমান গমনের পূর্বেই হোটেল বুকিং করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post