সোনার দাম শনিবার ৫ অক্টোবর অনেকটাই কমে গেল রাজ্যে। সোনা কিনতে গেলে আজ অনেকটাই কমে পাবেন। রাজ্যে আজ সস্তা হয়েছে সোনা, স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। সোনা কিনতে গেলে বা গয়না গড়াতে গেলে খরচ কম হবে। দোকানে যাওয়ার আগে দেখে নিন রেটচার্ট।
২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৭,১২০ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৫৬,৯৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭১,২০০ টাকা।
২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৭,৭৬৭ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৬২,১৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৭,৬৭০ টাকা।
১৮ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৫,৮২৬ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৪৬,৬০৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৮,২৬০ টাকা।
বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে এদেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post