ওমানে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশটির সকল ফিটনেস সেন্টার ও ইনডোর বোলিং লাউঞ্জ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কিমিটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
সুপ্রিম কমিটি গত সপ্তাহে জানিয়েছে যে, দেশের সকল সরকারী ও বেসরকারি সকল খেলা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এবার সেই সাথে যুক্ত হলো ইনডোর জিমনেসিয়াম। এক বিবৃতিতে মাস্কাট পৌরসভা জানিয়েছে, দেশের সকল ইনডোর স্পোর্ট হল, টার্ফ পিচ, ফিটনেস ক্লাব বা জিম, বোলিং লাউঞ্জ, সব ধরণের মার্শাল আর্টের হল, আইস স্কেটিং সেন্টার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানের ধোফার প্রদেশের সকল স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরে নতুন কর্মঘন্টা ঘোষণা করা হয়েছে। নতুন এই কর্মঘন্টা রমজানের প্রথম দিন থেকে কার্যকর হবে। এই কর্মঘন্টার আওতায় থাকবে সালালার পাহাড়ি অঞ্চলগুলিতে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রগুলিও।
নতুন কর্মঘন্টা হলো:
১. কিরুন হির্তি স্বাস্থ্য কেন্দ্র: সকাল ৯ টা থেকে দুপুর ২ টা এবং সন্ধ্যা ৫ টা থেকে রাত দশটা। সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারী ছুটির দিন বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
২.হাজিফ স্বাস্থ্য কেন্দ্র: সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা এবং সন্ধ্যা ৫ টা থেকে রাত দশটা। সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।
৩. তিতাম স্বাস্থ্য কেন্দ্র: সকাল ৯ টা থেকে দুপুর ২ টা এবং সন্ধ্যা ৫ টা থেকে রাত দশটা। সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারী ছুটির দিন বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post