ওমানি নাগরিকদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে শিথিলতা আরোপ করেছে দেশটির সুপ্রিম কমিটি। এখন থেকে দেশটিতে আগত ওমানি নাগরিকদের হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই। তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন করতে পারবে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে সুপ্রিম কমিটি জানিয়েছে, ‘‘স্থল, সমুদ্র ও বিমানপথে আসা সকল স্থানীয় নাগরিকদের বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে তারা চাইলে হোটেলে না থেকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করতে পারবে।
তবে দেশটিতে আগত ওমানি নাগরিক ব্যতীত অন্যদের ক্ষেত্রে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। বাংলাদেশ থেকে ওমানগামী যাত্রীদের পূর্বের মতোই ওমান যাওয়ার পূর্বে হোটেল বুকিং করতে হবে। অন্যথায় ওমান প্রবেশের অনুমতি মিলবেনা। এদিকে ওমানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ইদানীং বাংলাদেশ থেকে বেশকিছু ট্রাভেল এজেন্সি ভুয়া হোটেল বুকিং দিচ্ছে। এমতাবস্থায় পরিচিত এবং বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে প্রবাসীদের হোটেল বুকিং করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post