আন্দোলনের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি মাসেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান। ভারতের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল যোগ দেবেন এই সম্মেলনে, যার নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সম্প্রতি পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর তথ্য উপদেষ্টা মুহাম্মদ আলী সাইফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাকিস্তানে চলমান আন্দোলনে অংশ নিতে আমন্ত্রণ জানান।
তিনি স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে আন্দোলনে প্রতিবাদে যোগ দিতে এবং আমাদের জনগণের সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবে পিটিআই। এতে তিনি বুঝতে পারবেন, পাকিস্তান একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ। যেখানে প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার রয়েছে।’
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, এই ধরনের আমন্ত্রণ দায়িত্বজ্ঞানহীন।
পিটিআই ইমরানের মুক্তির দাবি ছাড়াও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে।
২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার করা হয় ইমরানকে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post