আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী দেশে আসতে পারেন। বুধবার (৬ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অন্তত আগামী ৬ মাস চাকরি থেকে বের করে না দিতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রবাসীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
এ সময় প্রবাসী শ্রমিকদের সহযোগিতায় প্রয়োজনে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি কোভিড নাইনটিন রিকোভারি ফান্ড গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সব রাষ্ট্রগুলোকে অনুরোধ করেছি বৈধ অবৈধ সকলকেই খাওয়ার বন্দবস্ত করবেন। চাকরি থেকে বের করে দিবেন না। আগামী ৬ মাস তাদের রাখেন। তাদের উপর তাদের পরিবাররা নির্ভরশীল।
https://www.youtube.com/watch?v=x798Lg4RxQM&t=17s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post