আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ২ টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) ওমানের শ্রম মন্ত্রনালয়ের বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে ওমানের সকল জাতীয় গণমাধ্যম।
ওমান সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান মাসে ওমানের বেসরকারি খাতে কর্মরত মুসলিমদের জন্য প্রতিদিন ছয় ঘন্টা করে সপ্তাহে ৩০ ঘন্টা কর্মঘন্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১২ বা ১৩ এপ্রিল থেকে ওমানে রমজান শুরু হবে। তবে ওমানের জ্যোতির্বিদ্যা বিষয়ক ব্যক্তি ও সংগঠনের মতামতের ভিত্তিতে আগামী ১২ই এপ্রিল থেকে দেশটিতে রমজান শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post