মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলকে আঘাত করেছে এক ভয়াবহ দুর্যোগ। হারিকেন হেলেনের তাণ্ডবে ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রচণ্ড ঝড়বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের কারণে প্রায় এক শতাধশ মানুষ প্রাণ হারিয়েছে।
নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়া – এই অঙ্গরাজ্যগুলোতে হারিকেনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, সেতু, ভবন ধসে পড়েছে।
বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় লাখ লাখ মানুষ অন্ধকারে কাটাতে বাধ্য হয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেকে।
নর্থ ক্যারোলাইনার বানকোম্বে কাউন্টিতে ৩০ জনের মৃত্যু হয়েছে। কাউন্টি ব্যবস্থাপক আভ্রিল পিন্ডনার জরুরি খাদ্য ও পানির জন্য আহ্বান জানিয়েছেন।
গভর্নর রয় কুপার সিএনএনকে বলেছেন, সাম্প্রতিক ইতিহাসে এটি একটি ভয়াবহ দুর্যোগ। পশ্চিম নর্থ ক্যারোলাইনার যাদের সঙ্গে তিনি কথা বলেছেন, সবাই বলেছে তারা এমন কিছু আগে কখনো দেখেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন। তিনি এই ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন।
নির্বাচনি প্রচারণায় ব্যস্ত থাকা সত্ত্বেও, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জর্জিয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় ও জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
হারিকেন হেলেনের এই বিধ্বংস সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post