ওমানে করোনা মহামারি প্রতিরোধে আগামীকাল (৪-এপ্রিল) থেকে দেশটির সকল সরকারি অফিসে কর্মরত কর্মচারীর উপস্থিতি ৫০ শতাংশ কমিয়ে নিয়ে আসতে হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। বাকি ৫০ শতাংশ গত বছরের ন্যায় বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় গণমাধ্যম ওমান অবজারভার।
বৈঠকে বলা হয়েছে যে, দেশটির স্কুলগুলো মহামারীতে খোলা রাখায় শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। তাই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বের ন্যায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না জানানো পর্যন্ত এই সিদ্ধান্তগুলো বহাল থাকবে। এছাড়াও, ওমানের বিভিন্ন প্রদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সকল সরকারী ও বেসরকারি ক্রীড়া কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে লকডাউন চলাকালীন সময়ে ফ্লাইটের যাত্রীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারি করেছে ওমানের বিমানবন্দর। বিজ্ঞপ্তিতে যাত্রীদের সাথে টিকেটের প্রিন্ট কপি রাখতে বলা হয়েছে এবং এক কপি যাত্রীর সাথে এয়ারপোর্টে আসা ব্যক্তির কাছেও রাখতে বলা হয়েছে। বিবৃতিতে ওমানে বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ‘‘দেশটিতে চলমান লকডাউনের মধ্যে কোনো যাত্রী যদি বিমানবন্দর থেকে বাড়ী বা বাড়ী থেকে বিমানবন্দর যান, তাহলে অবশ্যই ভ্রমণকারীদের নিজস্ব টিকিটের একটি কপি সাথে নিয়ে যেতে হবে।
এ বিষয়ে যাত্রীদের উদ্দেশ্যে ওমান এয়ারের এক প্রজ্ঞাপনে বলা হয়, আমাদের ফ্লাইটগুলি সময়মতো ছাড়ছে। তাই সন্ধ্যার ফ্লাইটগুলোতে ভ্রমণকারীরা বিমানবন্দর আসার সময় অবশ্যই নিজের টিকিটের একটি প্রিন্ট কপি সাথে রাখবেন। যা আপনাকে বিভিন্ন চেকপোস্টে শনাক্তকরণের জন্য দেখাতে হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post