ওমানে লকডাউন চলাকালীন রাতে বিমানবন্দরে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ওমান বিমানবন্দর। বৃহস্পতিবার (১-এপ্রিল) এক বিবৃতিতে ওমান বিমানবন্দর জানিয়েছে, যাদের ফ্লাইটের সময় লকডাউনের মধ্যে পড়বে, তারা নির্ধারিত ফ্লাইটে যাওয়ার জন্য আগের থেকেই বিমানবন্দরে আসার প্রয়োজন নেই।
পূর্বের মতো নির্ধারিত ফ্লাইটের ৪ ঘন্টা পূর্বে বিমানবন্দরের পৌছাঁনোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জানাগেছে, অনেকেই লকডাউনের কারণে রাতে ফ্লাইট থাকলেও দিনের বেলাতেই এয়ারপোর্টে এসে বসে থাকেন। এতে যেমনিভাবে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনিভাবে এয়ারপোর্টে কর্মরত ব্যক্তিদেরও চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
ওমান পুলিশের ঘোষণা অনুযায়ী, লকডাউনের সময়েও একজন যাত্রী কোনো ধরনের বাধা ছাড়াই তার ট্রাভেল ডকুমেন্ট সাথে নিয়ে এয়ারপোর্টে যেতে পারবেন। এ ব্যাপারে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ‘‘রাতে বিমানবন্দরের যাওয়া যাত্রীদের অবশ্যই বাড়ী থেকে বিমানবন্দর বা বিমানবন্দর থেকে বাড়ী যাবার সময় ই-টিকিটের হার্ড বা সফট কপিটি সাথে নিয়ে আসতে হবে। একই সাথে যাত্রীদের সাথে আসা একজন ব্যক্তিকে এয়ারপোর্টে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে যাত্রীর সাথে আসা ব্যক্তির সাথেও যাত্রীর টিকেটের একটি কপি রাখতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post