সৌদি আরব হজ ও ওমরাহ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অস্থায়ী শ্রমিকদের জন্য নতুন একটি অস্থায়ী কর্ম ভিসা নীতি চালু করেছে। এই নতুন নীতির মাধ্যমে সৌদি সরকার আশা করছে, দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং শ্রমঘাটতির সমস্যা কিছুটা হলেও কমবে।
নতুন নীতি অনুযায়ী, অস্থায়ী কর্ম ভিসার মেয়াদ আগের তিন মাস থেকে বেড়ে ৫ মাস ১১ দিন হয়েছে। অর্থাৎ, আগামী ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত হবে।
এছাড়াও, এই ভিসায় সৌদিতে আসা কর্মীদের নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং নিয়োগপত্রে প্রতিষ্ঠান ও কর্মীর স্বাক্ষর থাকতে হবে। এই শর্তটি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
নতুন নীতি অনুযায়ী, অস্থায়ী কর্ম ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই চিকিৎসা বিমা করাতে হবে এবং বিমার নথিপত্রের অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এই ব্যবস্থাটি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
যদি কোনো অস্থায়ী কর্মী আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে সৌদি সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে।
সৌদি আরবের বাণিজ্য বিশ্লেষকরা মনে করেন, এই নতুন নীতি সৌদি আরবের অর্থনীতিকে গতিশীল করতে সাহায্য করবে। কারণ, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি জ্বালানির বাইরের খাতগুলোকে গুরুত্ব দিচ্ছে।
কিন্তু শ্রম ঘাটতির কারণে অর্থনীতি কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারছিল না। এই নতুন নীতি এই শ্রম ঘাটতি কিছুটা হলেও দূর করতে সাহায্য করবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এই নতুন নীতি আগামী ১৮০ দিন পর থেকে কার্যকর হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post