গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। তৎকালীন আওয়ামী সরকারের মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী সীমান্ত দিয়ে ভারত চলে যাওয়ার খবর প্রচার হয়েছিল।
তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।
মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে প্রকাশ্যে দেখা যায়। স্থানীয় সময় রাত ৯টায় সিটি সেন্টারে তাকে ঘুরতে দেখেন বাংলাদেশিরা।
তার সঙ্গে বোরকা পরিহিত আরো দু’জন নারী ও কালো শার্ট পরা একজন পুরুষ দেখা গেছে। শামীম ওসমানের হাতে সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ থেকে এই সুতা বেঁধেছেন তারা।
প্রত্যক্ষদর্শী এক নারী প্রবাসী জানান, শামীম ওসমানকে দেখে জিজ্ঞেস করি না খেলে চলে আসলেন? জবাবে তিনি বলেন আমি তো দেশে ছিলাম না। ঝামেলার সময় আমেরিকা ছিলাম৷ পরবর্তীতে তিনি দোয়া চেয়ে স্থান পরিত্যাগ করেন৷
গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়। কিন্তু সেদিনই তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, তিনি দেশেই আছেন।
আন্দোলন পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আন্দোলকারীদের উপর হামলায় নেতৃত্ব দিচ্ছেন শামীম ওসমান।
জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। সেখান থেকে আকাশ পথে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post