ভয়, এমন একটি জিনিস যা সবাই পেয়ে থাকেন। অসম সাহসী শিকারিরা হয়তো মৃত্যুকে ভয় পান না, তবে অন্ধকারে অশরীরি অস্তিত্বের ভয়ে হয়তো তার আত্মা শুকিয়ে যায়। তেমনি পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভয় পান। সেই চাঞ্চল্যকর তথ্যই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভয় পান।
জেলেনস্কি দাবি করেন, পুতিন তার জীবন এবং অন্যদের জীবন নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। ২৫ সেপ্টেম্বর দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। মূলত এই ধরনের বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যেতে পারে সম্ভবত এমন পরিস্থিতির আওতা বৃদ্ধি করছেন তিনি।
তবে জেলেনস্কি মনে করেন না পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেবেন। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট এ-ও বলেছেন, কেউ জানে না পুতিনের মাথায় আসলে কী আছে। তিনি যেকোনো সময় যেকোনো দেশের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। আবার না-ও করতে পারেন।
জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত নন যে পুতিন এই কাজ করবেন। এ সময় পুতিনকে অপূর্ণাঙ্গ মানুষ হিসেবেও কটাক্ষ করেন জেলেনস্কি। জানান, কোনো পূর্ণাঙ্গ ব্যক্তি এভাবে ইউক্রেনে আসতে পারেন না এবং পুতিন যা করেছেন তা করতে পারেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post