এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। এতে রাউজানের তালিকাভুক্ত সন্ত্রাসী আজিজুল হককে প্রধান আসামী উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে লুট হয়েছে আরও কয়েক লাখ টাকার মালামাল।
প্রবাসী ইয়াসিন চৌধুরী প্রবাস টাইমকে জানান, হামলায় দুর্বৃত্তদের নেতৃত্ব দিয়েছে আজিজুল হক। বাকিরা হেলমেট পরিহিত থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। আক্ষেপ করে এই প্রবাসী বলেন, “আমরা রেমিট্যান্সযোদ্ধা। প্রবাসে কষ্ট করি যাতে দেশের অর্থনীতি এগিয়ে যায়। অথচ আমাদের বাড়িঘর ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। তিনি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।”
মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন বলেন, “প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে পৃথক টিম করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে ধরা গেলে বাকিদেরও সহজেই শনাক্ত করা যাবে। প্রবাসীদের জীবন ও সম্পদের সুরক্ষায় পুলিশ কাজ করে যাবে।”
প্রসঙ্গত, প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পেয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) তার রাউজানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিন সকালে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে প্রথমে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে দাহ্য পদার্থ ছিটিয়ে বড়িতে আগুন লাগিয়ে দেয় তারা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post