লেবাননের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বালবেক-হারমেল জেলায় ১৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। নাবাতিয়েহ প্রদেশে আরও ১৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এছাড়াও বৈরুতে চারজন নিহত ও চারজন আহত এবং দক্ষিণাঞ্চলীয় গভর্নরেটে ৫২ জন নিহত ও ৪৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বেকা অঞ্চলে সাতজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
সপ্তাহ থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতে উত্তেজনা বাড়ছে যা কেন্দ্র করে ওই অঞ্চলে যুদ্ধের শঙ্কা তৈরি হচ্ছে।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে “সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে” স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনী প্রবেশ করেছে।
হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ বেশ পুরোনো। তবে বছরের অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করলে এই বিরোধ আরও জোরালো হয়ে ওঠে। এর পর থেকে ইসরায়েলের ভূখণ্ডে স্বল্প পরিসরের হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post