ওমানের প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী সিআইপির রাউজানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্বৃত্তের দলে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ছিলেন। তারা বাড়িতে ঢুকে ভাঙচুরের পর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল হকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এসময় কয়েকজনকে আহত করার পাশাপাশি ঘর থেকে অনেক মূল্যবান জিনিস লুটপাট করেছে তারা। এই ঘটনার পর তিনি এবং অন্যান্য প্রবাসীরা জীবন,বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এ প্রসঙ্গে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তবে প্রবাসীর বাড়িঘরে একের পর এক হামলার ঘটনায় বিদেশের কমিউনিটিগুলোয় উদ্বেগ বাড়ছে। তাই প্রবাসী ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখেছেন সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পাওয়া ইয়াসিন চৌধুরী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post