আজ থেকে আগামী ৮ এপ্রিল পর্যন্ত ওমানে ফের শুরু হলো রাত্রিকালীন লকডাউন। গত ফেব্রুয়ারি মাস থেকে দেশটিতে উদ্বেগজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি। আজ স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কোনো ব্যক্তি বা যানবাহন বাড়ির বাইরে বের হতে পারবে না।
তবে এই লকডাউন থেকে কিছু কার্যক্রমকে অব্যাহতি দেওয়া হয়েছে যার মধ্যে স্বাস্থ্যসেবা কর্মীদের পরিবহন, বিদ্যুৎ ও পানিসেবার সাথে জড়িত জরুরি গাড়ি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত বেসরকারি হাসপাতাল ও ফার্মেসি। এছাড়াও সমুদ্রবন্দর ও বিমানবন্দরে সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
বিপণন সংস্থাগুলির সাথে সমন্বয় করে দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত পেট্রোল পাম্প খোলা থাকবে। এছাড়াও দেশটির সরকারী ও বেসরকারি উভয়ই গণমাধ্যমে কর্মরত কর্মচারীদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সরকারী সংস্থা একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, “করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সুপ্রিম কমিটি কঠোর পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের সকল নাগরিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সুপ্রিম কমিটির সকল নিয়ম মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি এই নিয়ম অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সুপ্রিম কমিটি।”
লকডাউনের সময় যে সকল যাত্রীর ফ্লাইট রয়েছে, তাদেরকে ভোগান্তি এড়াতে এয়ারপোর্টে যাওয়ার সময় টিকিট সহ সকল ট্রাভেল ডকুমেন্টস সাথে রাখতে নির্দেশ দিয়েছে ওমান পুলিশ। সেইসাথে যে সকল প্রবাসী দেশ থেকে ওমান যাবেন, তাদেরকেও এয়ারপোর্ট থেকে বের হয়ে নিজ গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত বোর্ডিং পাশ সহ সকল ট্রাভেল ডকুমেন্ট সাথে রাখতে বলা হয়েছে। এদিকে লকডাউনের কারণে আজথেকে ওমানের সকল মসজিদে এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় বন্ধ ঘোষণা করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post