পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ৩ রুশ পাইলটসহ ছয়জন নিহত হয়েছে এবং হেলিকপ্টারে থাকা আরও নয়জন আহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে খাইবার পাখতুনখোয়ায় উত্তর ওয়াজিরিস্তানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, মারি পেট্রোলিয়াম লিমিটেড নামক একটি বেসরকারি কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়। এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে ৩জন রুশ পাইলটসহ মোট ১৫ আরোহী ছিলেন।
আহত নয়জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের পুলিশ সূত্র জানায়, মারি পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের কর্মীদের বহনকারী চার্টার্ড এমআই-৮ মডেলের হেলিকপ্টারটি শেওয়া ক্যাম্পের দিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিধ্বস্ত হয়।
মারি পেট্রোলিয়াম কম্পানি (এমপিসি) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ছয়জন নিহত এবং নয়জন আহত হয়েছে। ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তাঁরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post