ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে শোকস্তব্ধ লেবানন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এ খবর প্রচারের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন লেবাননের আল-মায়াদিন টিভির এক উপস্থাপিকা। তার কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার ভোর থেকেই বৈরুতের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলায় নাসরাল্লাহর মৃত্যুর দাবি করলেও হিজবুল্লাহ প্রথমে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরে এক বিবৃতিতে তারা নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে।
হিজবুল্লাহর মুখপত্র হিসেবে পরিচিত আল-মায়াদিন টিভিতে এ সংবাদ পাঠ করছিলেন এক নারী উপস্থাপিকা। সংবাদ পাঠের সময় তিনি বারবার নিজেকে সংযত রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে চেষ্টা ব্যর্থ হয়। গলা ধরে কাঁদতে কাঁদতে তিনি নাসরাল্লাহর মৃত্যু সংবাদটি পাঠ করেন।
৬৪ বছর বয়সী সাইয়েদ হাসান নাসরাল্লাহ ৩২ বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি লেবাননের শিয়া ইসলামিস্ট মুভমেন্টেরও নেতা ছিলেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে হিজবুল্লাহকে বিবেচনা করা হয়।
ইসরায়েলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, নাসরাল্লাহ ছিলেন ইসরায়েলের সর্বকালের অন্যতম বড় শত্রু। তার মৃত্যুতে বিশ্ব আরও নিরাপদ হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post