ওমানে ভয়াবহ রূপ ধারণ করছে মহামারী করোনা। দিন দিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটিতে আজ নতুন মৃতের সংখ্যা ৬ জন। বৃহস্পতিবার (২৫-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৭৩৩ জন এবং মৃত ৬ জন। আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা ১২৮ জন। আজ এক দিনেই আইসিইউতে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৩৮ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬৬ জন। নতুন ৬ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬৫০ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৫৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৯ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪১৯ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
এদিকে বাংলাদেশেও গতবারের তুলনায় করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, গতবারের তুলনায় রোগীর অবস্থার অবনতি হওয়ার হার এবার বেশি। গত বছর ৬ থেকে ৭ দিন পর করোনা রোগীর পরিস্থিতি খারাপ হলেও এখন তা দু-একদিনের মধ্যেই হচ্ছে। এ অবস্থায় হাসপাতালে বাড়ছে শয্যা সংকট। জনবল সংকটে চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টা। কুর্মিটোলা জেনারেল হালপাতেলে রোগীর সংখ্যা ৩৯৮ জন। ঠিক আধঘণ্টা পরেই এ সংখ্যা দাঁড়ায় ৪১৩ তে। ধারণক্ষমতা ২৫০ হলেও প্রতিদিন ফিরে যাচ্ছেন অসংখ্য রোগী।
এ ছাড়া বেড না পেয়ে জরুরি বিভাগের সামনেই চিকিৎসা নিতে হচ্ছে অনেকের। চিকিৎসকের পরামর্শে আইসিউয়ের জন্য রাতভর অপেক্ষা ছিল পঞ্চাষোর্ধ্ব এক নারী। পরে হাসপাতালে বেড না পেয়ে ব্যর্থ হয়ে তাকে নিয়ে অন্য হাসপাতালে যান স্বজনরা। দ্রুত ঘটছে এমন পরিস্থিতি।
কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেলারেল জামিল আহমেদ বলেন, গতবছরের তুলনায় রোগীর অবনতি হওয়ার হার এবার একটু বেশি। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাওয়ায় জনবল সংকটে চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের।
এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল, লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে আবারো ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post