ভারতের বিহারের এক সরকারি স্কুলে ভোজপুরী গান বাজিয়ে উদ্দাম নাচে মত্ত একদল নারী-পুরুষ। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নারী-পুরুষ মদ্যপ ছিলেন বলেও অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর রাতে বিহারের জলাই থানার নয়াতলায় এক প্রাথমিক বিদ্যালয়ে বরযাত্রীদের একটি দল ওই নাচের আয়োজন করে। সেই ভিডিও কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকে শেয়ার করে এর সমালোচনামুখর।
बिहार के सरकारी स्कूल में बार बालाओं ने लगाए ठुमके
सहरसा के जलई ओपी क्षेत्र में स्थित विरगांव पंचायत के प्राथमिक विद्यालय नया टोला में बार बालाओं ने जमकर ठुमका लगाया। विडियो 24 सितंबर की रात का बताया जा रहा है। @bihar_police @NitishKumar @BiharEducation_ pic.twitter.com/Jk9Sn0fHhp
— Republican News (@RepublicanNews0) September 26, 2024
ভিডিওতে দেখা যাচ্ছে, ভোজপুরী গানে অন্তত চারজন নারী নাচছেন। তাদের পোশাক খোলামেলা। নারীদের নাচের সঙ্গে কয়েকজন পুরুষকে অংশ নিতে দেখা যায়। তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে নেটিজেনদের অভিযোগ।
এদিকে স্কুলে এ ধরনের আয়োজনের সুযোগ দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এমন নাচের আসর বসালে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে। অনেকে ব্যক্তিগতভাবে থানা শিক্ষা দপ্তরে অভিযোগ করেছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে স্কুলের ঘরকে এভাবে অপব্যবহার করা হলো তা নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post