ওমানিকরনের লক্ষে আরো কয়েকটি পেশায় প্রবাসীদের নিষেধাজ্ঞা আরোপ করলো ওমান। মঙ্গলবার (২৩-মার্চ) এক বিবৃতিতে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাই থেকে বিক্রয়, একাউন্টিং, ক্যাশিয়ার, ম্যানেজমেন্ট ও দোকানের পণ্যদ্রব্য ব্যবস্থা পেশায় প্রবাসীদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই পেশাগুলিতে প্রবাসী শ্রমিকদের কাজের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। তবে বর্তমানে এই খাতগুলোতে যারা কর্মরত রয়েছেন তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই পেশায় কাজ করতে পারবেন। তবে ভিসার মেয়াদ শেষ হলে তারা আর এই পেশায় ভিসা নবায়ন করতে পারবেননা বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পূর্বের ওমানিকরনের পেশা গুলোতে প্রবাসীদের নিষেধাজ্ঞা আরোপ করার কারণে বাংলাদেশি প্রবাসীদের উপর তেমন কোনো প্রভাব না পরলেও এবারের সিদ্ধান্তে বেশ প্রভাব পরবে ওমানে কর্মরত বাংলাদেশী প্রবাসীদের উপর এমন আশংকা করছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post