গাজীপুরের শ্রীপুরে মসজিদের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে নির্যাতনের ১৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সন্ধ্যায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো- একই ইউনিয়নের শৈলাট মেডিকেল মোড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কামরুল হাসান লিটন (৫০), মৃত খলিলুর রহমানের ছেলে বাবুল মণ্ডল (৪৫) এবং মৃত টেপা মঞ্জুরের ছেলে শফিকুল ইসলামসহ (৩২) অজ্ঞাত ৬ থেকে সাতজন।
কামরুল হাসান লিটন স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
নিহত ইসরাফিল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। শৈলাট মেডিকেল মোড় মসজিদের ব্যাটারি চুরির হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
নিহতের বাবা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় অভিযুক্তরা ছেলে ইসরাফিলকে গলায় চেপে ধরে বাড়ি থেকে ডেকে শৈলাট মেডিকেল মোড় স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে মসজিদের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদে তাকে হাত-পা বেঁধে শরীরের গরম পানি ঢেলে দেয়। একপর্যায়ে তারা রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলেকে পিটিয়ে দুই পা ভেঙে ফেলে এবং দুপুর ২টা পর্যন্ত মাঠে ফেলে রাখে। শরীরে গরম পানি ঢেলে দেওয়ায় ইসরাফিলের দুই পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফোসকা পড়ে যায়।
খবর পেয়ে তিনি (নিহতের বাবা) নিজে ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করা হয়। হামলাকারীরা তার ছেলেকে চাপ প্রয়োগ করে তাদের শেখানো জবানবন্দি ও সাদা কাগজে স্বাক্ষর নেয়। এ সময় ছেলের বাবার কাছ থেকেও জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়।
নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় আইনের আশ্রয় নিলে হামলাকারীরা আমাকেসহ আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থল থেকে আমার ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখি। অবস্থার অবনতি হলে বুধবার (২৫ সেপ্টেম্বর) ওই হাসপাতাল থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভিযুক্ত কামরুল হাসান লিটনকে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ওই ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post