পাসপোর্ট ও কনস্যুলার সংক্রান্ত কাজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাস্কাট দূতাবাসে যেতে হয় ওমানের সালালায় বসবাসরত প্রবাসীদের। এতে সময়ের সাথে সাথে প্রচুর অর্থও ব্যয় হয় তাদের।
তাই ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারের কাছে এই অঞ্চলে একটি কনস্যুলেট অফিস স্থাপনের দাবি জানানো হয়েছে। প্রবাসীরা মনে করছেন, সালালায় কনস্যুলেট স্থাপিত হলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি তাদের দুর্দশাও লাঘব হবে।
সালালার একটি মসজিদের বাংলাদেশি ইমাম মাওলানা ইনামুল হাসান ইমরান। তিনি জানাচ্ছেন, একজন প্রবাসীর মাসিক উপার্জনই একশো থেকে একশো বিশ রিয়াল।
অথচ ছোট একটি কাজের জন্য তার ব্যয় হয়ে যাচ্ছে ৪০ থেকে ৫০ রিয়াল। সালালায় কনস্যুলেট স্থাপনের মধ্য দিয়ে যা সমাধান করা সম্ভব।
অবশ্য এখনও কোনো দেশের ওমানে একটির বেশি মিশন বরাদ্দের নজির নেই। সঙ্গত কারণেই মাস্কাট দূতাবাসের পাশাপাশি দেশটিতে আরও একটি কনস্যুলেট প্রতিষ্ঠার অনুমোদন বাংলাদেশ পাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post